বিদ্যালয় প্রতিষ্ঠার সংক্ষিপ্ত পটভূমি
১৮৩৫ খ্রিস্টাব্দে জমিদার দাতারাম মহোদয়ের প্রচেষ্টায় সুলতানপুরের একপ্রান্তে এ বিদ্যাপীঠের জন্ম। পরে ১৮৬২ খ্রিস্টাব্দে রাউজানের তদানীন্তন মুন্সেফ জনাব শোকর আলী এ বিদ্যাপীঠকে থানা সদরে স্থানান্তর করেন। তৎকালীন প্রধান শিক্ষক বাবু ক্ষীরোদ চন্দ্র বিশ্বাসের ঐকান্তিক প্রচেষ্টায় ডাবুয়ার তৎকালীন জমিদার বাবু রামগতি ধর ও বাবু রামধন ধর এর বৈষয়িক আনুকূল্যে ১৮৯৮ সালে এ প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং উক্ত সনে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী স্বীকৃতি লাভ করে। ১৯১৯ সালে ফটিকছড়ি নিবাসী আবদুল বারী চৌধুরীর অর্থানুকূল্যে এ প্রতিষ্ঠানের পাশে আরও একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে যা স্থানীয় সুশীল সমাজের তেমন একটা কাম্য ছিল না। ফলে স্থানীয় জনগণ ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মৌঃ আবুল কাশেম বি,এল এবং বাবু রমেশ চন্দ্র ধর মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় উভয় বিদ্যাপীঠকে সমন্বিত করে রাউজান-রামগতি-রামধন-আবদুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয় সংক্ষেপে রাউজান আর.আর.এ.সি. উচ্চ বিদ্যালয় নামে এ বিদ্যাপীঠের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে ২০১৮ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গৃহীত যুগান্তকারী পদক্ষেপ এবং রাউজানবাসীর অতি প্রিয়ভাজন নেতা জনাব এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এম.পি এর ঐকান্তিক প্রচেষ্টায় ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে সরকারিকরণের প্রজ্ঞাপন আসে এবং প্রতিষ্ঠানটি সরকারি হয়।