Asst. Headmaster

ঘন সবুজে ঘেরা, শ্যামল বনানীর আধারে পরিপুষ্ঠ বাংলাদেশের মহা গৌরবের একটি আদর্শ জনপদ রাউজান। অসংখ্য ক্ষনজন্মা নমস্য মহাপুরুষ রাউজানের মাটিকে করেছে পূণ্যময় এবং সূচিত হয়েছে ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। যে যুগান্তকারী ইতিহাসের সাথে যু্ক্ত হয়ে উপজেলা সদরে উন্নত মস্তকে জ্ঞানের প্রদীপ্ত শিখা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষাধিক কালের গৌরব গাঁথা শিক্ষা প্রতিষ্ঠান রাউজান আর.আর.এ.সি. মডেল সরকারি হাই স্কুল। এ গৌরবদীপ্ত শিক্ষা প্রতিষ্ঠানটি যাঁরা প্রতিষ্ঠা করে স্মরণের আবরণে বরণীয় হয়ে আছেন তাঁদের স্মৃতিকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আলোর নান্দনিক বর্ণচ্ছটায় প্রোজ্জ্বল এরূপ শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক হিসেবে নিজেকে পরিচয় দিতে পেরে যেন আনন্দের মহাসাগরে অবগাহন করছি।